জয়পুরহাটে ৯ জঙ্গিকে আদালতে হাজির


প্রকাশিত: ১১:০৬ এএম, ২৭ এপ্রিল ২০১৭

জয়পুরহাটে পুলিশের অস্ত্র লুটের মামলায় আদালত থেকে জামিন নিয়ে ১৩ বছর ধরে পলাতক রয়েছেন দেশের বিভিন্ন জেলার শীর্ষ ১৪ জন জেএমবি নেতা। তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাদের গ্রেফতার করে ওই মামলায় বিচারের সম্মুখীন করতে পারেনি।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আব্দুল মজিদের এজলাসে ৯ জঙ্গিকে হাজির করা হলেও বাকি আসামি হাজির না থাকায় আগামী ৩০ আগস্ট চার্জ গঠনের দিন ধার্য করেছেন আদালত।

আদালতে উপস্থিত ৯ জঙ্গি হলেন- দিনাজপুরের আনোয়ার সাহাদৎ, জয়পুরহাটের মন্তেজার রহমান, সালাউদ্দীন, আজিজুল বারী, গোলাম মোস্তফা,ইউনুস মিয়া ওরফে কাওছার, বগুড়ার আব্দুর রাজ্জাক,মঈনুল ইসলাম রাঙ্গা, সাতক্ষীরার শফিউল্লাহ্ তারেক।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের জেএমবি নেতা মন্তেজার রহমানের বাড়িতে ২০০৩ সালের ১৪ আগস্ট গভীর রাতে জেএমবি সদস্যদের গোপন বৈঠক চলাকালে পুলিশ ওই বাড়ি ঘেরাও করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশকে পিটিয়ে গুরুতর জখম করে।

এতে জয়পুরহাট সদর থানা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। জেএমবি সদস্যরা পুলিশের তিনটি শর্টগান, ৪৫ রাউন্ড গুলি ও ওয়াকিটকি লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় ১৫ আগস্ট পুলিশ বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে মামলা করে এবং ওই রাতেই ২১জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ছয় মাসের মাথায় ১৪ জঙ্গি আদালত থেকে জামিন নিয়ে এক যুগ ধরে পলাতক রয়েছেন।

পলাতক জঙ্গিরা হলেন- ঠাকুরগাঁও জেলার আনোয়ার হোসেন ওরফে খোকা, তারিকুল ওরফে তারেক ওরফে ভাগ্নে শহীদ, ওয়াহেদুল ইসলাম ওরফে ছায়েম, বগুড়ার মাইনুল ইসলাম ওরফে রাঙ্গা, আরিফুর রহমান ওরফে আসাদুল্লাহ্, নারায়নগঞ্জের ছালাউদ্দিন ওরফে ছালেহিন, গাইবান্ধার মামুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জের ছরোয়ার জাহান ওরফে আবুল কাশেম এবং তুফান ওরফে আবুল কাসেম, নওগাঁর সাইফুল ইসলাম ওরফে খোকন ও আব্দুল কুদ্দুস, রংপুরের জয়নাল আবেদীন, রাজশাহীর শহীদুল্লাহ ফারুক এবং জাহাঙ্গীর আলম।

রাশেদুজ্জামান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।