সুনামগঞ্জে রোববার স্থল-জলপথে ১১শ পুলিশ মোতায়েন থাকবে


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন উপলক্ষে প্রেসব্রিফিং করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। শুক্রবার বিকেল ৫টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, আগামী রোববার (৩০ এপ্রিল) সকালে হেলিকপ্টারযোগে অকাল বন্যায় বিধ্বস্থ সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ওইদিন বিভিন্ন হাওর পরিদর্শন শেষে সকাল ১০টায় শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফসলহারা কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি।

পরে জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থল ও জলপথে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অন্যান্য বাহিনীর ন্যায় বিভিন্নস্থানে ১১শ পুলিশ মোতায়েন থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার ও সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

রাজু আহমেদ রমজান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।