ভারতে আটক ৮ লাইটারেজ শ্রমিককে মুক্ত করতে কর্মবিরতির হুমকি


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৭

মে মাসের যে কোনো সময় থেকে দেশব্যাপী লাগাতার লাইটার জাহাজে কর্মবিরতি শুরু করার হুমকি দিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।

ভারতের কারাগারে আটক ৪টি লাইটারেজ জাহাজের ৮ শ্রমিককে আইনি প্রক্রিয়ায় অবিলম্বে মুক্ত করে দেশে ফিরিয়ে না আনলে তারা এ কর্মবিরতি করবেন।

শুক্রবার সন্ধ্যায় মংলা শাখা মামার ঘাট এলাকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে এ হুমকি দেয়া হয়।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মংলা শাখার সভাপতি রেজাউল করিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, লাইটারেজ শ্রমিক নেতা মামুন হাওলাদার বাদশা, ইউছুপ খাঁ, মো. রফিক, এমাদুল মাষ্টারসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, ল্যান্ড পাশ জটিলতায় পড়ে গত ২০ মার্চ ভারতের হলদিয়া বন্দর এলাকায় বাজার করতে গিয়ে বাংলাদেশের ৪টি নৌযানের ৮ শ্রমিক গ্রেফতার হয়ে মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘদিনেও ভারত থেকে এদের মুক্ত করে আনা হয়নি। এ ছাড়া বাংলাদেশি শ্রমিকরা ভারতে গিয়ে প্রায়ই ল্যান্ড পাশ জটিলতায় পড়ে নানা হয়রানির শিকার হচ্ছেন। এ কারণে আটকদের মুক্তির ব্যবস্থা ও নির্দিষ্ট সময়ের জন্য ভারতীয় ল্যান্ড পাশ নিশ্চিতের ব্যবস্থা করা না হলে মে মাসের যে কোনো সময় থেকে দেশব্যাপী লাগাতার কর্ম বিরতি শুরু করা হবে সরকারকে হুঁশিয়ার করে দেয়া হয়।

শওকত বাবু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।