ফেনীতে পুলিশের ‘ব্লক রেইড’


প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৯ এপ্রিল ২০১৭

ফেনীতে জঙ্গি তৎপরতা রোধে ‘ব্লক রেইড’ অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার সকাল ৯টা থেকে ফেনী পৌর এলাকার ১৮টি ওয়ার্ডে একযোগে এ অভিযান শুরু হয়।

এ সময় জামায়াত অধ্যুষিত পাঠানবাড়ী এলাকাসহ অপরাধ প্রবণ এলাকা রামপুর, মাস্টার পাড়া, সহদেবপুর, বিরিঞ্চি, বনানি পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েও পুলিশ কাউকে আটক বা কোনো কিছু উদ্ধার করতে পারিনি। অভিযান চলাকালে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আগামী তিন দিনের মধ্যে ভাড়াটিয়াদের তথ্য দিতে বাড়ির মালিকদের নির্দেশ দেয়া হয়।

ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার জানান, জঙ্গি তৎপরতা যাতে বৃদ্ধি না পায়- সে বিষয়ে সচেতন করতে ফেনীকে বিভিন্ন এলাকায় ভাগ করে ব্লক রেইড অভিযান পরিচালনা করা হচ্ছে।

জহিরুল হক মিলু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।