সুনামগঞ্জে ত্রাণের চালসহ নৌকাডুবি


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০১ মে ২০১৭

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ত্রাণের চালসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন গ্রাম পুলিশ আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে সুনামগঞ্জ জেলা শহরের মল্লিকপুর এলাকার সুরমা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রাণের ৩৬০ বস্তা চালভর্তি ইঞ্জিনচালিত নৌকাটি মল্লিকপুর খাদ্য গোদামের পাশে সুরমা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। মধ্যরাতে আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে যায়। এসব চাল সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে নেয়ার কথা ছিল।

রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই জাগো নিউজকে জানান, রাতে চালভর্তি নৌকায় পাহাড়া দিচ্ছিলেন নয়জন গ্রাম পুলিশ। আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে যায়। এসময় চারজন গ্রাম পুলিশ আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয় লোকজন নৌকা ও চালের বস্তা উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাজু আহমেদ রমজান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।