সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মুত্যু


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০১ মে ২০১৭

সুনামগঞ্জের ধর্মপাশায় পানিতে ডুবে তানজিল আহমদ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানজিল উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চাপাইতি গ্রামের নুর ইসলামের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আটাইশা মাছিমপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে বাড়ির সামনে শিশুটি খেলা করছিল। এ সময় পরিবারের লোকজনদের অগোচরে পাশের নদীতে পড়ে ডুবে যায়। পরবর্তীতে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।

রাজু আহমেদ রমজান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।