সুনামগঞ্জে দুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা


প্রকাশিত: ০১:০৪ পিএম, ০১ মে ২০১৭

অকাল বন্যায় বিধ্বস্ত সুনামগঞ্জের হাওরাঞ্চলের দুর্গত মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ নামের একটি বেসরকারি সংস্থা।

সোমবার দিনভর জামালগঞ্জ উপজেলা সদরের লম্বাবাঁক এলাকায় প্রত্যন্তপল্লীর ১ হাজার ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সংস্থাটি। ব্যবস্থাপত্র ছাড়াও দেয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প’-এ চিকিৎসা প্রদান করেন জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সহকারী পরিচালক ডা. মফিজুল হক, জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম, ডা. সাইদুর রহমান।

পর্যায়ক্রমে সুনামগঞ্জ সদর, ও জগন্নাথপুর উপজেলায় এ ধরনের আরও ৩টি ক্যাম্প করা হবে জানিয়ে সংস্থাটির সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার মজিবুল হক জাগো নিউজকে জানান, অকাল বন্যায় আক্রান্ত পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

এর আগে গত ২৮ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র দেয়া হয়েছে।

তিনি বলেন, সুনামগঞ্জ এরিয়ায় এই সংস্থাটি আসার পর থেকেই স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এসব জনপদে ফ্রি চিকিৎসাসেবা দিয়ে আসছে।

রাজু আহমেদ রমজান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।