বর্তমান সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে: রমেশ চন্দ্র সেন
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রতিটি ঘরে বিদুৎ পৌঁছে দেবে। বিদ্যুৎ পৌঁছে দিতে তার সরকার বদ্ধ পরিকর। জনগণ নৌকায় ভোট দিয়েছেন বলেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের প্রতিটি ঘরে ঘরে বিদুৎ পৌঁছে দিচ্ছেন। শনিবার সকালে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড মিটিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে বিএনপি-জামায়াত কমিউনিটি ক্লিনিকের মতোই এদেশে বিদুৎ উৎপাদন বন্ধ করেছে। যারা উৎপাদন করতে পারে না জনগণ তাদের প্রত্যাখান করেছেন। আর এজন্যই বিএনপি-জামায়াত জনগণকে পেট্রলবোমায় পুড়িয়ে মারছে। খালেদা জিয়া দেশের মানুষকে দোযখের আগুনে পুড়িয়ে মারছেন। কারণ, আমরা জানি হাদিসে আছে মানুষকে একমাত্র তার পাপের জন্য দোযখের আগুনেই পোড়ানো হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, পল্লীবিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক খালেকুজ্জামান, ডেপুটি জেনারেল ম্যানেজার লুৎফুল হাসান সরকার, এজিএম আব্দুল হাফিজ, জবাইদুর রহমান, প্রকৌশলী মাহাবুব আলম, জুনিয়র ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন ও আওয়ামী লীগ নেতা দিপক কুমার প্রমুখ।
রবিউল এহসান রিপন/এমজেড/আরআই