কালবৈশাখী ঝড়ে বৃদ্ধা নিহত, নিখোঁজ ১


প্রকাশিত: ০১:৪০ পিএম, ০১ মে ২০১৭

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় আতঙ্কে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সুরমালা দাস (৬০) সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর মল্লিকপুর এলাকার মৃত সুকেন্দ্র দাসের স্ত্রী।

অন্যদিকে কালবৈশাখীর সময় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় হযরত আলী (২৪) নামে এক পাথর শ্রমিক নিখোঁজ রয়েছেন।

নিহত হযরত আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। সোমবার ভোরে পৃথক এই ঘটনা ঘটে।

সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর মল্লিকপুর এলাকার বাসিন্দা আহমদ নুর নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, কালবৈশাখী ঝড়ের সময় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস নিহত হয়েছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, কালবৈশাখী ঝড়ের সময় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস নিহত হয়েছেন।

ওসি আরও জানান, অন্যদিকে ভোরে একটি ইঞ্জিন নৌকাযোগে পাথর উত্তোলন করতে জেলা সদরে আসছিলেন সফিক মিয়াসহ আরও দুইজন।

পথিমধ্যে শহরতলীর আব্দুজ জহুর সেতুর কাছে আসলে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অপর দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রাজু আহমেদ রমজান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।