সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা কমিটি পুনর্গঠন


প্রকাশিত: ১০:০২ এএম, ০২ মে ২০১৭

অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নয়নের দৃপ্ত শপথ নিয়ে নতুন করে পথচলা শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন। এ লক্ষ্যে পুনর্গঠন করা হয়েছে রাঙামাটি জেলা কমিটি।

মঙ্গলবার দুপুরে রাঙামাটি চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা ব্যক্ত করেন, সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তারা।

এ সময় ১০১ সদস্যের পুনর্গঠিত জেলা কমিটির ২৯ জনের নাম ঘোষণা করে তারা জানান, পরবর্তী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয়া হবে।

জাহাঙ্গীর আলম মুন্নাকে সভাপতি, জাহাঙ্গীর কামালকে সাধারণ সম্পাদক ও আবু বক্কর ছিদ্দিককে সাংগঠনিক সম্পাদক উল্লেখ করে সভাপতি ও সম্পাদকমন্ডলীর ২৯ জনের নাম ঘোষণা করেন সম্মেলন-২০১৭’এর আহ্বায়ক মো. নাদিরুজ্জামান।

নবগঠিত জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না বলেন, বিগত সময়ে কতিপয় লোকের বিশৃঙ্খলার কারণে এটিকে অনেকে সাম্প্রদায়িক সংগঠন মনে করতেন। কিন্তু প্রকৃতপক্ষে এর মূল লক্ষ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা এবং সবার সাংবিধানিক সম-অধিকার প্রতিষ্ঠা।

আমরা এর বাস্তব রূপ দিতে বদ্ধপরিকর। সবাইকে নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব। পার্বত্য চট্টগ্রামে যাতে কোনোতেই সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট না হয়, সেভাবে কাজ করতে চাই।

সুশীল প্রসাদ চাকমা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।