জয়পুরহাটে ৩ কোটি ৮৩ লাখ টাকার মাদক ধ্বংস


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০৩ মে ২০১৭

জয়পুরহাটে বিজিবির হাতে বিভিন্ন সময় আটক প্রায় ৩ কোটি ৮৩ লাখ টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

এ মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষে বুধবার দুপুরে সিমেন্ট প্রকল্প মাঠে ‘মাদক চোরাচালান প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী, হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা একেএম সিদ্দিকুর রহমান ও সহকারী পুলিশ সুপার একরামুল হক বক্তব্য রাখেন।

BGB-Madok-Dhongsh

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে গত ২ বছরে আটক প্রায় ৩ কোটি ৮৩ লাখ টাকা মূল্যের ৫২ হাজার বোতল ফেনসিডিল, ২ হাজার ২শ বোতল মদ, ৪শ ৮৫ পিস বিয়ার, ৮শ ১৯ পিস ইয়াবা, ১৮.৬৪ কেজি গাঁজা, ৫১ হাজার ৪৭০ প্যাকেট আতশবাজী, ৩শ ২২ পিস ইস্কাপ সিরাপ ও এমকে ডাইল এবং ম্যাগডিল ১৬ বোতল ধ্বংস করা হয়।

রাশেদুজ্জামান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।