হাওরে এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি
এনজিও ঋণের কিস্তির টাকা আদায় বন্ধের দাবি জানিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ স্মারকলিপি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজিআরা বেগম শাম্মী, সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ুব বখত জগলুল, সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর কলি তালুকদার আরতি, সাংবাদিক ও মানবাধিকারকর্মী আল-হেলাল, সাংবাদিক রাজু আহমেদ রমজান প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, এখানকার কৃষকরা ফসল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন।
এছাড়া গত ১ মের কালবৈশাখী ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ অনেক পরিবারের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। এসব দেখা সত্ত্বেও কোন কোন এনজিও প্রতিষ্ঠান বাড়ি বাড়ি গিয়ে পৌর নাগরিকদের কাছে ঋণের টাকার কিস্তি আদায়ের জন্য তাগিদ দিচ্ছে যা রীতিমতো অমানবিক।
তিনি বলেন, সম্প্রতি শাল্লায় হাওর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এনজিও ঋণের টাকার কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এরপরও কোন এনজিও যদি ঋণের টাকা আদায়ের জন্য চাপপ্রয়োগ করে তাহলে তাদের বাড়িতে বেঁধে রাখবেন।
রাজু আহমেদ রমজান/এএম