হাওরে ফসলডুবি : তদন্ত কমিটির কাজ শুরু


প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৭ মে ২০১৭

হাওরে ফসলডুবির ঘটনা তদন্তে পানিসম্পদ মন্ত্রণালয়ের গঠিত কমিটি সুনামগঞ্জে এসে কাজ শুরু করেছে।

রোববার রাতে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে (পাবলিক লাইব্রেরি) স্থানীয় সুধীজনদের সঙ্গে সভার মধ্য দিয়ে কাজ শুরু করেন চার সদস্যের কমিটি।

কমিটির প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান সভায় বলেন, বাঁধ নির্মাণে অনিয়ম- দুর্নীতি, গাফিলতি বা ধীরগতি হয়েছে কিনা, হলে এর জন্য দায়ী কারা বিষয়টি চিহ্নিত করা হবে।

তিনি বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি, গাফিলতি বা ধীরগতি হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তবে আপনাদের তা লিখিত আকারে আমাদের জানাতে হবে।
সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় লিখিত অভিযোগ দেয়ার জন্য উপস্থিত সুধীজনদের অনুরোধ করেন তিনি। এছাড়া ই-মেইলযোগেও অভিযোগ করা যাবে। জেলা প্রশাসকের কাছে ই-মেইল ঠিকানা দেয়া হবে বলেও সচিব জানান।
 
তিনি আরও বলেন, সুনামগঞ্জবাসীকে আগামী বছরও এ রকম দুর্যোগের মোকাবেলা করতে হোক, সেটা আমি দেখতে চাই না। সেজন্য একটা উপায় উদ্ভাবন করতে হবে। নতুন টেকসই পদ্ধতির কাছে আমাদের যেতে হবে।

সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) খলিলুর রহমান, পাউবোর (পানি উন্নয়ন বোর্ড) চিফ মনিটরিং কর্মকতা কাজী তোফায়েল হোসেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা মন্টু কুমার বিশ্বাস, সুনামগঞ্জের পৌর মেয়র আয়ূব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, বজলুল মজিদ চৌধুরী খসরু, সাংবাদিক ও মানবাধিকারকর্মী আলহেলাল, বিন্দু তালুকদার প্রমুখ।

বক্তারা সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলের ফসলহানির ঘটনায় স্বচ্ছ তদন্তের মাধ্যমে দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।
 
এর আগে সচিব নিজের লেখা ‘এক দেশ এক মহাদেশ’ সহ চারটি বই উপহার পাঠাগারে উপহার দেন। এ সময় পাঠাগারের পক্ষ থেকে তাকে স্থানীয় লেখকদের ১৪টি বই ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

রাজু আহমেদ রমজান/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।