সুনামগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৮ মে ২০১৭
প্রতীকী ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে শামীম পাঠান (৩২) নামে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শামীম বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দুলভারচর গ্রামের গোলেনুর পাঠানের ছেলে।

জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-হেলাল জাগো নিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ও শামারকান্দি গ্রামের বাসিন্দা মনসুর নুর চৌধুরী জাগো নিউজকে জানান, সকালে স্থানীয় চলতি নদীতে নৌকাযোগে বালি-পাথর উত্তোলন করছিলেন শামীম। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নৌকায় থাকা অন্যরা অক্ষত রয়েছেন।

রাজু আহমেদ রমজান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।