হাওরে কনক্রিটের বাঁধ নির্মাণের দাবি জেএসডির


প্রকাশিত: ০৩:০৩ এএম, ০৯ মে ২০১৭

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ঢাকায় যদি ফ্লাইওভার করা যায়, তাহলে সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলের কোটি কোটি টাকার সম্পদ ও লাখ লাখ মানুষকে বাঁচাতে কনক্রিটের বাঁধ নির্মাণে বাধা কোথায়। সুনামগঞ্জের হাওরে মাটির বাঁধ নয়, হাওরবাসীকে বাঁচাতে কনক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। প্রয়োজনে সুনামগঞ্জের বানভাসী মানুষকে বাঁচাতে আমরা আন্তর্জাতিক আদালতে যাব।

সোমবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে আ স ম আব্দুর রব বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন সমালোচনা সহ্য করবেন না তাতো হবে না। হাওরপাড়ের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করবেন না তা হতে পারে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হাওরে এসে ত্রাণ বিতরণ করে গেলেন কিন্তু হাওরবাসীর স্থায়ী সমাধানে কোনো ভুমিকা রাখলেন না। শুধু হেলিকপ্টারে এসে কিছু ত্রাণ দিলেই হাওরের সমস্যার সমাধান হবে না। কালো মেয়ে যেমন তার রুপের সৌন্দর্য বৃদ্ধি করতে ঠোঁটে কড়া রঙের লিপিস্টিক দেন তেমনি এদেশে যে সরকারই আসুক শুধু ঢাকার সৌন্দর্য বাড়াতে কাজ করেন। কারণ পরদেশিরা যাতে বাংলাদেশের প্রকৃত অবস্থা না বুঝতে পারে।

জেএসডি সভাপতি বলেন, টাঙ্গুয়ার হাওর প্রকৃতির প্রাণ। এটাকে রক্ষা করার জন্য স্বাধীনতা পরবর্তী ৪৫ বছরেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। শত শত বছর ধরে হাওরে বন্যায় ধান তলিয়ে যায়, কিন্তু কোনো সময়তো মাছ-হাঁসসহ বিভিন্ন জলজপ্রাণী মরেনি। এবার হাওরের পানিতে কেমিক্যাল আসলেঅ কোথা থেকে। অভিলম্বে ন্যাশনাল টাস্কফোর্স গঠন করে জানানো হোক হাওরের পানিতে কেমিক্যাল কোথা থেকে আসলো।

মতবিনিমিয় সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন চৌধুরী সুইট, কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী শাহেদ কামাল টিটুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজু আহমেদ রমজান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।