হবিগঞ্জে বজ্রপাতে নিহত ৩


প্রকাশিত: ০৬:১৪ এএম, ১১ মে ২০১৭
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এতে একজন আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার বিভিন্ন স্থানে প্রচণ্ড ঝড় হয়। এ সময় বজ্রপাতে বানিয়াচং উপজেলার বাঘহাতা গ্রামের মধু মিয়া (৪৫) ঘটনাস্থলেই মারা যান।

একই উপজেলার হলদারপুর গ্রামের আনহার আলী (১৮), নবীগঞ্জ উপজেলার রামগঞ্জ গ্রামের কিম্মত আলী (৫২) ও ওয়ালিদুর রহমান আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে আনহার আলী ও কিম্মত আলীকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আহত ওয়ালিদুর রহমানকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, কাগাপাশা ইউপি চেয়ারম্যান তাকে জানিয়েছেন বাঘহাতা গ্রামে একজন মারা গেছে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ অপর দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।