গুইমারায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ক কর্মশালা


প্রকাশিত: ১০:৩২ এএম, ১১ মে ২০১৭

বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আল মাসুম বলেছেন, বিজিবি ২০০ বছরের প্রাচীন একটি বাহিনী। পর্যায়ক্রমে এ বাহিনীর আধুনিকায়নের কাজ চলছে। ইতোমধ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সীমান্ত সড়ক ব্যবস্থা চালু ও পারস্পারিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে সীমান্ত সুরক্ষার কাজ অনেকটা এগিয়েছে।

সীমান্ত সুরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে বিজিবির ভিশন ২০৪১’র আওতায় ইলেক্ট্রনিক গেজেটের ব্যবহার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টর হাসপাতালের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্শশালায় বিভিন্ন প্রযুক্তি সর্ম্পকে ধারণা দেন এমআইএসটি’র জ্যেষ্ঠ প্রশিক্ষক কর্নেল মোল্লা মো. জুবায়ের, চুয়েটের ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, সহকারী অধ্যাপক ড. মো. আজাদ হোসেন।

কর্মশালায় বিজিবির ভিশন ২০৪১’র আওতায় সীমান্তে কাঁটাতারের বেড়া, সড়ক ব্যবস্থাপনা, স্যাটেলাইট ব্যবহার, বিভিন্ন ডিটেক্টর, সিসি ক্যামেরা স্থাপন, বর্ডার সিকিউরিটি রোবটসহ উন্নত প্রযুক্তির গেজেট ব্যবহারের সুবিধার ওপর আলোচনা করা হয়।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবির খাগড়াছড়ি সেক্টরের অধিনায়ক কর্নেল মো. মতিউর রহমান, গুইমারা সেক্টরের অধিনায়ক কর্নেল জাবেদ সুলতান, খাগড়াছড়ি ডিজিএফআই’র অধিনায়ক মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ডেট কমান্ডার লে. কর্নেল সরদার আলী হায়দার, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম রাব্বি, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে, কর্নেল মো. মিজানুর রহমান, মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন, বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল ওহাব, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এমএম সালাউদ্দিনসহ বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়নের আওতাধীন বিভিন্ন ব্যাটালিয়ন অধিনায়ক, সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।