ইউপি সদস্যের নেতৃত্বে হামলায় বাবা-ছেলে খুন


প্রকাশিত: ০২:২১ এএম, ১২ মে ২০১৭

খাগড়াছড়িতে দুই পরিবোরের আধিপত্য বিস্তার ও পারিবারিক বিরোধের জের ধরে ইউপি সদস্যের নেতৃত্বে বাবা-ছেলে খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের নুনছড়ি এলাকার দুর্গম থলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চিরঞ্জিত ত্রিপুরা (৫৫) ও তার ছেলে কর্ণ ত্রিপুরা (৩০)। একই ঘটনায় আহত হয়েছেন চিরঞ্জিত ত্রিপুরা স্ত্রী ভবলক্ষী ত্রিপুরা (৪৫) ও পুত্রবধূ বিজলী ত্রিপুরা (২৮)। আহতরা বর্তমানে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম থলিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা কালীবন্ধু ত্রিপুরার সঙ্গে চিরঞ্জিত ত্রিপুরার বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরেই কালীবন্ধু ত্রিপুরার নেতৃত্বে ২০/২৫ জনের একটি গ্রুপ ঘটনার দিন রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী চিরঞ্জিত ত্রিপুরার বাড়িতে হামলা করে।

এ সময় সন্ত্রাসীরা চিরঞ্জিত ত্রিপুরা ও তার ছেলে কর্ণ ত্রিপুরাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও গুলি করলে চিরঞ্জিত ত্রিপুরা ঘটনাস্থলে নিহত হন। অন্যদিকে কর্ণ ত্রিপুরাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহমেদ খান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহমেদ খান বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।