খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযম সম্পাদক কানন
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর খাগড়াছড়ি প্রতিনিধি মো. নুরুল আযম ও সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের কানন আচার্য পুনরায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাতে জেলা শহরের আদালত সড়কস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
কেইউজের সভাপতি মো. নুরুল আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম, সংগঠনের আয়-ব্যয়, বাৎসরিক মূল্যয়নসহ জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা, ঐক্য, মান-মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ের বিষয়ে আলোচনা হয়।
দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ শ্রম অধিদফতরের নিয়মানুসারে এবং সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক দুই বছর মেয়াদী কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডেইলি স্টারের সৈকত দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের রিপন সরকার এবং অর্থ সম্পাদক ডেইলি অবজারভারের মো. দুলাল হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে দৈনিক সমকালের প্রদীপ চৌধুরী, দেশ টিভির মংসাপ্রু মার্মা, দৈনিক প্রতিদিনের সংবাদের শংকর চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিদিনের লিটন ভট্টাচার্য্য রানা ও দৈনিক আলোকিত বাংলাদেশের নুরুচ্ছাফা মানিকসহ কেইউজের সদস্যগণ উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি