খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৩


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৩ মে ২০১৭
প্রতীকী ছবি

খাগড়াছড়িতে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। শনিবার দুপুরের দিকে খাগড়াছড়ি সদর উপজেলার বটতলী ও ভাইবোনছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলা সদরের বটতলা এলাকার বাসিন্দা সানু মারমা (২২) এবং ভাইবোনছড়া এলাকার বাসিন্দা নেওম্রাসং মারমা (৪৫) ও তার ছেলে থোয়াইপ্রু মারমা (২০)।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বজ্রপাতে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।