ধর্ষণের ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৪ মে ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের সরকার কোনো সংবাদের ওপর সেন্সর করে না। এটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেক্ট্রনিক মিডিয়া হোক। আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে আপনাদের মতামত, তদন্ত কিংবা ইনফরমেশন যা পাচ্ছেন স্বাধীনভাবে প্রচার করছেন।

সম্প্রতি আলোচিত ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত কেউ রেহাই পাবে না। তারা যত অধিপতি হোক কিংবা রাজনৈতিক নেতা হোক। আইনের চোখে সবাই সমান। অন্তত এ সরকারের সময় কেউ ছাড় পাবে না।

রোববার বিকেলে ফেনীর পৌরসভা প্রাঙ্গণে কৃষক লীগের ত্রি-বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমরা সফলভাবে জঙ্গিবাদ নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমাদের গোয়েন্দা, নিরাপত্তা বাহিনী, র‌্যাব, পুলিশ অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের সহযোগিতায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কাজ করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে বিএনপি ভোটে অংশ না নিয়ে ভেবেছিল, অগ্নি সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে ক্ষমতায় আসবে। কিন্তু তারা সফল হয়নি। আগামী নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে অংশ নেয়া ছাড়া তাদের জন্য কোনো বিকল্প নেই।

ফেনী জেলা কৃষক লীগের সভাপতি জামাল উদ্দিন ছুট্টুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা।

ফেনী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গিটারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লী, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কৃষক লীগের সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ও সমীর চন্দ্র, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা প্রমুখ।

পরে তিনি ফেনী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে শহরের মিজান ময়দানে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জহিরুল হক মিলু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।