মায়েদের পা ধুয়ে দিয়ে ‘মা’ দিবস উদযাপন


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৪ মে ২০১৭

লালমনিরহাট জেলার হাতীবান্ধা মায়েদের পা ধুয়ে দেয়ার এক ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব ‘মা’ দিবস।

রোববার দুপুরে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মায়ের প্রতি সন্তানদের শ্রদ্ধা ও দায়িত্বশীল হওয়ার মানুষিকতা সৃষ্টির লক্ষে মায়ের পা ধুয়ে দেয়ার ওই ব্যতিক্রম আয়োজন করেন।

এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক স্কাউটস সদস্য তাদের মায়ের প্রতি শ্রদ্ধা ও দায়িত্বশীল হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মায়ের পা ধুয়ে দেন।

এর আগে দিবসটি পালনের অংশ হিসাবে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত  ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান মাকতুবা ওয়াসিম বেলিসহ বিভিন্ন পেশার সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ।

শিক্ষার্থী রিমোন হাসান বলেন, আজ মা দিবসে সবার সামনে মায়ের পা ধুয়ে দিয়ে অনেক আনন্দ লাগছে। মা কে যেন সকলেই ভালোবাসেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির জানান, মায়ের প্রতি সন্তানদের শ্রদ্ধা ও দায়িত্বশীল হওয়ার মানুষিকতা সৃষ্টির লক্ষ্যে মায়ের পা ধুয়ে দেয়ার ওই আয়োজন করা হয়েছে।

রবিউল হাসান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।