মায়েদের পা ধুয়ে দিয়ে ‘মা’ দিবস উদযাপন
লালমনিরহাট জেলার হাতীবান্ধা মায়েদের পা ধুয়ে দেয়ার এক ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব ‘মা’ দিবস।
রোববার দুপুরে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মায়ের প্রতি সন্তানদের শ্রদ্ধা ও দায়িত্বশীল হওয়ার মানুষিকতা সৃষ্টির লক্ষে মায়ের পা ধুয়ে দেয়ার ওই ব্যতিক্রম আয়োজন করেন।
এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক স্কাউটস সদস্য তাদের মায়ের প্রতি শ্রদ্ধা ও দায়িত্বশীল হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মায়ের পা ধুয়ে দেন।
এর আগে দিবসটি পালনের অংশ হিসাবে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান মাকতুবা ওয়াসিম বেলিসহ বিভিন্ন পেশার সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ।
শিক্ষার্থী রিমোন হাসান বলেন, আজ মা দিবসে সবার সামনে মায়ের পা ধুয়ে দিয়ে অনেক আনন্দ লাগছে। মা কে যেন সকলেই ভালোবাসেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির জানান, মায়ের প্রতি সন্তানদের শ্রদ্ধা ও দায়িত্বশীল হওয়ার মানুষিকতা সৃষ্টির লক্ষ্যে মায়ের পা ধুয়ে দেয়ার ওই আয়োজন করা হয়েছে।
রবিউল হাসান/এএম/আরআইপি