শরীয়তপুরে ঝড়ের তাণ্ডবে নিহত ১


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৫ মে ২০১৭

শরীয়তপুরে প্রচণ্ড বেগে ঝড়ে গাছের ডাল পড়ে বেগম আক্তার (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ২০ জন।

নিহত বেগম আক্তার ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নের পায়াতলি গ্রামের জিয়াউর রহমান মাদবরের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসান ।

আহত নুরু রাড়ি (৫৫), মালেক মাল (৩৫), রাকিব মোল্যা (১২), হালিমা বেগম (৪০), রাজ্জাক দেওয়ান (৬০), তাসু বেগম (৬৫), জাহানারা বেগম (৫৫), হালিমা আক্তার (৩৫), ঝুমা আক্তারের (১৪) নাম পাওয়া গেছে।

এলাকাবাসী কাছ থেকে জানা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে ঝড় শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা ঝড়ের তাণ্ডবে শরীয়তপুরের সদর উপজেলা, নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার সাতটি গ্রামের ঘরবাড়ি, উঠতি পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আম গাছ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।

মো. ছগির হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।