মাগুরায় ২ লাখ টাকার ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাগুরা শহরতলীর শিবরামপুর গ্রামে অভিযান চালিয়ে ৩১৭ বোতল ফেনসিডিলসহ মো: আসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৬টার দিকে আসলামের বাড়ির গোপন আস্তানায় অভিযান চালালে সেখানে কৌশলে লুকিয়ে রাখা ৩১৭ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। তার বিরুদ্ধে মাগুরা সদর থানা ও শ্রীপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসলাম শিবরামপুর এলাকার মো: সাকির মিয়ার ছেলে।
এমএএস/আরআই