ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে লোকমান হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের চানপুর বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। লোকমান হোসেন নোয়ারাই ইউনিয়নের উলুরগাঁও গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার বিকেলে স্থানীয় উলুরগাঁও গ্রামের মাঠে ফুটবল খেলার সময় উলুরগাঁও ও বড়গল্লা গ্রামের খেলোয়ারদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে বিকেল ৩টার দিকে চানপুর বাজারে ওই দুই গ্রামের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লোকমান হোসেন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ছাতক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজু আহমেদ রমজান/এমএএস/আরআইপি