বটতলা বাজারে ৮৮ কেজি ওজনের বাঘাইড়


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৬ মে ২০১৭

৮৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ আনা হয়েছে টাঙ্গাইল পৌর এলাকার বটতলা বাজারে। মঙ্গলবার টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর বটতলা বাজারে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি নিয়ে আসেন শহরের ব্যাপারীপাড়ার মাছ বিক্রেতা মমিন মিয়া।

মমিন মিয়া বলেন, গতকাল সোমবার রাতে আরিচা ঘাটে পদ্মা নদীতে সাববাদ নামের এক জেলের জালে বড় বাগাড় মাছ ধরা পড়ে। ভোরে আরিচা গিয়ে ৭২ হাজার টাকায় মাছটি কিনে এই বটতলা বাজারে এনেছি। তবে এত বড় মাছ একা কেনার মতো ক্রেতা বাজারে ছিল না। তাই বাধ্য হয়ে মাছটি কেটে ভাগে ভাগে বিক্রি করছি।

তিনি জানান, মাছটির ওজন ৮৮ কেজির ১০০ গ্রাম কম। মাছটি কেটে ৪০টি ভাগ করা হয়েছে। এর প্রতি ভাগ মাছ দুই হাজার টাকা করে বিক্রি করছেন।

বাজারে গিয়ে দেখা গেছে, মাছটি একনজর দেখার জন্য মানুষ ভিড় করেছে। অনেকে আবার মাছটির ভাগ নেয়ার জন্য অগ্রিম টাকাও জমা দিচ্ছেন। মাছটিকে ঘিরে এক উৎসবের আমেজ বিরাজ করছে বটতলা বাজারে। এ সময় দর্শনার্থীদের মোবাইল ফোনে মাছটির ছবি তোলার হিড়িক পড়ে যায়।

লতিফ মিয়া নামে এক ক্রেতা বলেন, এতো বড় মাছ দেখে কেনার আগ্রহ দেখা দিয়েছে। তবে সম্পূর্ণ মাছ একার পক্ষে কেনা সম্ভব নয় বলে দুই হাজার টাকা দিয়ে মাছটির এক ভাগা নিলাম।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।