প্রতিবন্ধী বোধিপ্রিয় চাকমার দায়িত্ব নিল সেনাবাহিনী


প্রকাশিত: ০২:৩৪ এএম, ১৭ মে ২০১৭

পাহাড়ের সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী বরাবরই শিক্ষা, স্বাস্থ্যসহ জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মেধাবী প্রতিবন্ধী বোধিপ্রিয় চাকমার শিক্ষার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়েই স্বপ্ন পূরণে নতুন দিশা পেল খাগড়াছড়ির পানছড়ির প্রতিবন্ধী বোধিপ্রিয় চাকমা।

অর্থাভাবে সদ্য এসএসসি পাস করা পিতৃহীন বোধিপ্রিয় চাকমার স্বপ্ন যখন ধূসর হয়ে উঠছে তখন তার পাশে দাঁড়িয়েছ খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান এসইউপি, পিএসসি।

তন বোধিপ্রিয় চাকমার কলেজে ভর্তিসহ এক বছরের খরচ আগাম পরিশোধ ও ভবিষ্যতে তার উচ্চ শিক্ষার সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরের দিকে প্রতিবন্ধী বোধিপ্রিয় চাকমার হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে।

পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের সুতকর্ম্মা পাড়ার মৃত সুকুমার চাকমা ও বিনা চাকমার ছেলে প্রতিবন্ধী বোধিপ্রিয় চাকমা পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনালে ইলেকট্রিক্যাল বিভাগ থেকে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.০৭ পেয়ে আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি জানার পর তার প্রতি সহযোগিতার হাত বাড়ান খোদ খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান এসইউপি, পিএসসি।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।