ছাতকে বিদ্যুৎপৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু


প্রকাশিত: ০৭:০৩ এএম, ১৯ মে ২০১৭
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন, হুমায়ুন মিয়া (২৮) ও মামুন মিয়া (২২)। তারা উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জামির আলীর ছেলে।

ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বল্লভপুর গ্রামের একটি বাড়িতে ওয়েল্ডিং মেশিন দিয়ে গ্রিলের কাজ করছিলেন দুই ভাই। এসময় আকস্মিক বিদ্যুৎপৃষ্ট হয়ে উভয়েই গুরুতর আহত হন। পরে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজু আহমেদ রমজান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।