টঙ্গীতে বজ্রপাতে যুবকের মৃত্যু


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৯ মে ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে বজ্রপাতে সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া টঙ্গীর চেরাগআলী এলাকায় আব্দুল হামিদের ছেলে। তিনি ট্রাকের হেলপার ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সোহেল মিয়া বন্ধুদের সঙ্গে বিকেলে বিশ্ব ইজতেমা মাঠে ক্রিকেট খেলতে যান। এক পর্যায়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। এক সময় তিনি বজ্রপাতের শিকার হন। পরে তাকে সহপাঠীরা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন আক্তার জানান, সোহেল মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।