খাগড়াছড়িতে দুই বাঙালি সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২০ মে ২০১৭

খাগড়াছড়িতে দুই বাঙালি সংগঠন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে বাঙালিদের মধ্যে দ্বিধা-বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের একাংশ রোববার খাগড়াছড়িতে মহাসমাবেশ আর অপর অংশ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। একই দিন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় শহরজুড়ে মৃদু উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের একাংশ হরতাল আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন এ জনপদে চাঁদাবাজি, খুন, অপহরণ ও মুক্তিপণ আদায় এবং পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামীকাল রোববার (২১ মে) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের পাশাপাশি সকাল ১০টার সময় মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়।

বাঙালি সংগঠনগুলোর এমন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর এ নিয়ে গত দুই দিন ধরে আলোচনার ঝড় বইছে খাগড়াছড়ি জেলাজুড়ে। খাগড়াছড়িতে রোববার (২১ মে) মহাসমাবেশ নাকি হরতাল!

এদিকে, পাহাড়ের অব্যাহত চাঁদাবাজি, খুন, গুম, ধর্ষণ, অপহরণ বন্ধের দাবি করে সাম্প্রতিক মহালছড়ি উপজেলার মোটরসাইকেল চালক মো. ছাদিকুল হত্যার বিচার দাবিতে খাগড়াছড়ির মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের একাংশ।

শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় অরুনিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।

এ সময় পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন, সাধারণ সম্পাদক এয়াকুব আলী চৌধুরী, রাঙামাটি জেলার আহ্বায়ক বেগম নুরজাহান সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।