পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের তিন নেতা বহিষ্কার


প্রকাশিত: ০২:২৪ এএম, ২১ মে ২০১৭

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা ও যগ্ম-সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদকে প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে জেলা শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তিন নেতাকে বহিষ্কারের কথা জানান পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলকাছ আল মামুন ভূইয়া।

এসময় পার্বত্য নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. এয়াকুব আলী চৌধুরী ও পিবিসিপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর ইঞ্জিনিয়ার মো. আবদুল মজিদসহ বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একই সময় এ প্রশাসনের অনুমতি না পাওয়ায় খাগড়াছড়ির আজকের (রোববার) মহাসমাবেশ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

তবে বহিষ্কারের সিদ্ধান্ত অবৈধ ও অগণতান্ত্রিক দাবি করে বহিষ্কৃত ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দিন বলেন, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু জানানো হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।