শরীয়তপুরে গণহত্যা দিবস পালিত


প্রকাশিত: ০৬:২১ এএম, ২২ মে ২০১৭

শরীয়তপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মিলাদ মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিধি ছিলেন, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল।

এছাড়া শরীয়তপুর পৌরসভা কাউন্সিলর আমির হোসেন সিকদার, সঞ্জিব নাগ, সাইফুর রহমান রাজ্জাক, সংরক্ষিত কাউন্সিলর ইমু আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একাত্তরের ২২ মে পাকবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে শরীয়তপুরের ৩৭০ জন নীরিহ শিশু ও নর-নারীকে। সেদিন সবার চোখের সামনে এমন ঘটনা ঘটলেও নিরূপায় বাঙালির কিছুই করার ছিল না। দেশব্যাপী চলে পাকিস্তানিদের সেই গণহত্যা। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আগেই ঝরে গেছে অনেক প্রাণ। প্রাণভয়ে লুকিয়ে থাকা মুক্তিকামী নিরীহ প্রায় দেড় হাজার বাঙালিকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। সেদিনের সেই হত্যাযজ্ঞের স্মৃতি আজও ভুলতে পারেনি শরীয়তপুরের লোকজন।

মো. ছগির হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।