চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের চিতোষী এলাকায় চলন্ত ট্রেনে শ্বাসরোধ করে মনির হোসেন (২৫) নামে যুবককে হত্যার দায়ে সাধন হোসেন কাজী (২৮) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাধন হোসেন হাজীগঞ্জ উপজেলার কাঠালী (দিঘীরপাড়) বেপারী বাড়ির মৃত বেনু কাজীর ছেলে।
নিহত মনির হোসেন পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার চিতোষী গ্রামের বেপারী বাড়ির মৃত নুর মিয়া বেপারীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে চিতোষী থেকে ট্রেনে চাঁদপুর যাওয়ার পথে সাধন মনির হোসেনকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনার মনির হোসেনকে অজ্ঞাত পরিচয় দেখানো হলেও পরবর্তীতে তার ভাই একমাস পর ছবি দেখে তাকে শনাক্ত করেন। পরে একই বছর ২৬ মে নিহতের ভাই আমির হোসেন বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় সাধন হোসনেকে আসামি করে মামলা দায়ের করেন।
ইকরাম চৌধুরী/আরএআর/এমএস