সোনাগাজীতে ছাত্রীকে মারধরের ঘটনায় বখাটে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২২ মে ২০১৭

সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগে হাবিব উল্যাহ নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চরছান্দিয়া ইউপির ওলামাবাজার হাজী সেকান্দার মিয়া উচ্চবিদ্যালয়ের গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, হাজী সেকান্দার মিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হাবিব উল্যাহ একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে প্রেম নিবেদন করে আসছিল।

ওই ছাত্রী প্রেমে সাড়া না দিয়ে তার পরিবারে জানালে বখাটে ক্ষিপ্ত হয়ে ছাত্রীকে পিটিয়ে আহত করে। পরে এ বিষয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করলে সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার বখাটে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।