শরীয়তপুর পৌরসভার বাজেট ঘোষণা


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৩ মে ২০১৭

শরীয়তপুর সদর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা কার্যালয়ের পৌর মিলনায়তনে শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৫৪ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ৭০৯ টাকার এ বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নুর মোহাম্মদ কোতোয়াল, সাবেক মেয়র এবিএম গিয়াস উদ্দিন পাহাড়, প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারী, জেলা আন্তঃবাস মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জিন্নাত হাবিব, মাস্টার আবুল কালাম তালুকদার, পৌরসভা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বিমল কৃষ্ণ অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

ছগির হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।