ফুলছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ


প্রকাশিত: ১১:২২ এএম, ২৫ মে ২০১৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের প্রত্যেককে ঢেউটিন ও চেক বিতরণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আগুনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে দেড় বান্ডিল ঢেউটিন ও ৪ হাজার ৫ শত টাকার চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু ও ফুলছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ।

সম্প্রতি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামের ১০টি এবং উড়িয়া ইউনিয়নের কটিয়ার ভিটা গ্রামের ৯টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।