ফেনীতে মা-মেয়ের হত্যার ঘটনায় আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৫ মে ২০১৭

ফেনীর ফুলগাজীতে এক মা ও তার পাঁচ বছর বয়সী মেয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামের নিজাম উদ্দিন ভূঞা বাড়িতে বিবি ফাতেমা সাথীকে (২৬) কুপিয়ে ও তার পাঁচ বছরের মেয়ে ইশমাকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ এ হত্যার ঘটনায় সন্দেহভাজন স্থানীয় রণি ও কাদের নামে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানিয়েছেন ফুলগাজী থানা পুলিশের ওসি এম এম মোর্শেদ।

হত্যার পর থেকে নিহত সাথীর স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। হত্যাকাণ্ডের ঘটনায় সাথীর সাবেক স্বামী রিপন ও অন্য কেউ জড়িত থাকতে পারে বলে জানায় স্বজনরা।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। নিহত সাথী ও তার শিশু কন্যার ময়না তদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

নিহত সাথী সাত বছর আগে ফেনী সদর উপজেলার রানির হাটে রিপন নামে একজনকে বিয়ে করেন। গত চার মাস আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে বাপের বাড়িতে থাকতেন তিনি।

রিপন অন্য মামলায় কারাগারে থাকলেও তার ভাড়া করা সন্ত্রাসী কিলার দিয়ে এ জোড়া খুনের ঘটনা ঘটানো হয়েছে বলে তার মা জানান।

ঘটনার দিন সাথীর মা অন্য মেয়ের বাড়িতে বেড়াতে গেলে খালি বাড়ি পেয়ে তাকে তাকে কুপিয়ে ও শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে বুধবার রাতে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

ফেনী জেলা পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বলেন, কী কারণে কারা তাদের হত্যা করছে পুলিশ তা অনুসন্ধান করছে। সন্দেহভাজন দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের পর পুলিশ আরও প্রয়োজনীয় বিকল্প অনুসন্ধান চালিয়ে দোষীদের শাস্তির মুখোমুখি করবে বলেও জানান তিনি।

জহিরুল হক মিলু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।