মাটিরাঙ্গা ছাত্রলীগ নেতা রুবেলকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৭ মে ২০১৭

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কারণে কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ আলী মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেলের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত বুধবার রাতে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেলসহ তিন ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ আটক করে সেনাবাহিনী।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।