কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


প্রকাশিত: ০৬:২০ এএম, ২৮ মে ২০১৭

কুষ্টিয়ার মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টায় উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার সায়েম ইসলাম (৩০), রোববার সকাল ৯টায় বিজিবি সদর দফতরের সামনে বাসের ধাক্কায় নির্মল মন্ডল (৩০) নামে এক মাছ ব্যবসায়ী ও গোবিন্দপুরে রাস্তা পার হবার সময় বাসের ধাক্কায় অজ্ঞাত এক ভিক্ষুক নিহত হয়েছেন।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে শৈলকুপা থেকে ছেড়ে ঢাকা অভিমুখী কুষ্টিয়া একপ্রেস নামের একটি বাস মালবাহী ট্রাকের পিছনে সজরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারের মৃত্যু হয়। এসময় আহত হন আরো ৬ জন।

আহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা কবিরপুরের শাহেদ (৩৫), সাতক্ষীরার শ্যাম নগর গাবুরা গ্রামের রহমান আলী (৪৫), কুষ্টিয়া সদর উপজেলার হাতীয়া গ্রামের হাওয়া খাতুন (৬০), রাজবাড়ী পাংশা সেনগ্রামের হেলাল মন্ডল হেলপার (৩৫), সদর উপজেলার বেলঘড়িয়ার মমতাজ খাতুন (৪৫), মিরপুর উপজেলার বহলবাড়ীয়ার ইউসুফ আলী (৪০)।

এদিকে আজ সকাল ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে শ্যামলী পরিবহনের একটি বাস মিরপুরগামী একটি অটোবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোবাইকে থাকা মাছ ব্যবসায়ী নির্মল মন্ডল রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের গোবিন্দপুর এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুক নিহত হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।