কালকিনিতে কলেজের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাাদারীপুর
প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৮ মে ২০১৭

মাাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজের জমি দখলের ঘটনায় উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। রোববার সকালে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

কলেজ ও এলাকা সূত্রে জানা গেছে, সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজের নিজস্ব ৩৩ শতাংশ সম্পত্তি দখলে নিয়েছেন ওই এলাকার রাহাত মাহামুদ নামের এক প্রভাবশালী ব্যক্তি। জমি দখল করে তিনি ওই স্থানে কয়েকটি দোকান নির্মাণ করেছেন। অপরদিকে একই এলাকার আবুল বাশার নামের এক প্রভাবশালী কলেজের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছেন এবং কলেজ কর্তৃপক্ষকে হয়রানি করার জন্য একটি মামলা দায়ের করেন।

এ দোকান নির্মাণ করায় ও উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করার প্রতিবাদে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। কর্মসূচি পালনকালে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এসএম বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন, সমাজ সেবক মোজ্জাম্মেল মীর, আজাহার মীর, শিক্ষক জিয়াউদ্দিন, মোহশিন উদ্দিন, ছাইদুল হক, আমিনুল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক স্বপন সেরেনিয়াবাদ, ছাত্রলীগের সাবেক সম্পাদক শফিকুল ইসলাম সুজন, মিজানুর রহমান অপু, হেল্লাল শিকদার, আনোয়ার হোসেন ও সোহেল।

কলেজের অধ্যক্ষ এসএম বজলুর রহমান বলেন, আমাদের কলেজের সম্পত্তি জোরপূর্বক দখল করে রাহাত মাহামুদ ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। আমরা কলেজের জায়গা দখলমুক্ত চাই।

কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বাধীনতা পদকপ্রাপ্ত আসাদুজ্জামান বলেন, শিক্ষা-প্রতিষ্ঠান হচ্ছে সবার। একটি শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল করা আমি মনে করি ঠিক হয়নি।

তবে অভিযুক্ত রাহাত মাহামুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান সজল বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নাসিরুল হক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।