ফুলগাজীতে মা-মেয়ে হত্যা : ফারুকের স্বীকারোক্তি
ফেনীর ফুলগাজীর পূর্ব বশিকপুরে মা-মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি ফারুক ভূঞা (৩৮)। সোমবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুব জ্যোতি পালের আদালতে ফারুক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ জানান, সোমবার বিকেলে আসামি ফারুক ভূঞাকে আদালতে তোলা হয়। ফারুক আদালতে জানায়, ওইদিন বিবি ফাতেমা সাথীর ঘরে গিয়ে সে তাকে জিজ্ঞাসা করে- কেন লোকজনকে বলে বেড়াচ্ছেন আমি আপনাকে উত্ত্যক্ত করি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে সাথীকে মাথায় আঘাত করে ও পরে তার মেয়ে ইশমাকে শ্বাসরোধ করে হত্যা করে। আদালতে ধর্ষণের চেষ্টার বিষয়টি ফারুক বারবার এড়িয়ে গেছেন বলেও তিনি জানান।
এর আগে জিএমহাট ইউপি চেয়ারম্যান মজিবুল হকের নেতৃত্বে এলাকাবাসী পূর্ব বশিকপুর গ্রামের শাহজাহান হুজুরের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান।
গত বুধবার ফুলগাজীর জিএমহাটে বিবি ফাতেমা সাথী (২৬) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে কুপিয়ে ও তার পাঁচ বছরের মেয়ে ইশমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
জহিরুল হক মিলু/আরএআর/জেআইএম