নিখোঁজের পরদিন নদীতে মিলল শিশুর মরদেহ


প্রকাশিত: ১১:১৭ এএম, ৩০ মে ২০১৭

নিখোঁজের ২৪ ঘণ্টার পর গাইবান্ধার সাঘাটা উপজেলার আলাই নদী থেকে নুর বানু (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার দুপুরে পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর এলাকায় নদী থেকে তাকে উদ্ধার করা হয়।

নানার বাড়িতে বেড়াতে এসে সোমবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় নুর বানু। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার গোপালপুর গ্রামে। সে ওই গ্রামের বাবু মিয়ার মেয়ে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার চাচি শাপলা বেগম নুর বানুসহ আরও দুই ভাইবোনকে সঙ্গে নিয়ে নয়াবন্দর এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরে সোমবার নানা খয়বার রহমান তাদের সঙ্গে নিয়ে বাড়ি সংলগ্ন নদীতে গোসল করতে যান। এ সময় তিনজনই নদীতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা চেষ্টা করে নুরবানুর অপর দুই ভাইবোন শাহানাজ আক্তার (১০) ও শান্ত মিয়াকে (৭) উদ্ধার করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর পর অভিযান বিরতি করা হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান শুরু করে।

নুরবানু যে স্থানটিতে ডুবে যায় সেখানে স্থানীয় কবির মিয়া নামের এক বালু ব্যবসায়ী ড্রেজিং করে বালু উত্তোলন করেছিল। ফলে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সেখান থেকে নুর বানুর মরদেহ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করা হয়।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার বিকেলে মুঠোফোনে জাগো নিউজকে বলেন, নুর বানু যে স্থানটিতে ডুবে যায় সেখান থেকে বালু উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে উদ্ধারে অনেক সময় লেগেছে।

রওশন আলম পাপুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।