যুবককে বিবস্ত্র করে নির্যাতন : চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
যুবককে বিবস্ত্র করে পিটিয়ে ইয়াবা দিয়ে পুলিশে দেয়ার অভিযোগে ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সিদ্দিকুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্যাতিত যুবকের মা হেলেনা বেগম বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন।
আদালতের বিচারক রুবাইয়া আমেনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
এ মামলার বিবরণে জানা গেছে, বুধবার সকালে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তাঁরাবুনিয়া গ্রামে বাড়ির পাশের চায়ের দোকানদার ইউসুফ আলীর কাছে পাওনা টাকা চাইতে যায় হেলেনা বেগমের ছেলে রাহাত। টাকা না দেয়ায় দোকানীর সঙ্গে রাহাতের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।
ঘটনার কিছুক্ষণ পরে ইউসুফের পক্ষ নিয়ে সাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান ও তার লোকজন রাহাতকে পরিবারের সদস্যদের সামনে মারধর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর রাহাতকে ওই এলাকার আমতলা বাজার, লেবুবুনিয়া বাজার ও নৈকাঠি বাজারে বিবস্ত্র করে প্রকাশ্যে মারধর করে।
এতে রাহাত অচেতন হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যানের লোকজন চারটি ইয়াবা ট্যাবলেট দিয়ে রাহাতকে রাজাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় রাহাতের বিরুদ্ধে ওই দিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় একটি মামলা করা হয়। পরে রাহাতকে আহতবস্থায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে রাহাত ঝালকাঠির জেল হাজতে রয়েছে।
বাদীর আইনজীবী মানিক আচার্য্য জানান, ঘটনার পর থেকে মামলার বাদীকে আসামিরা ভয়ভীতি দেখিয়ে আসছিল। এমনকি ঘটনা কাউকে না জানাতেও হুমকি দেয়া হয়।
সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, রাহাত একজন ইয়াবা ব্যবসায়ী। তাকে এলাকার কিছু লোকজন মারধর করে ইয়াবাসহ পুলিশে দেয়।
মো. আতিকুর রহমান/এএম/পিআর