টানা বর্ষণে হবিগঞ্জে জলাবদ্ধতা


প্রকাশিত: ১১:৫৩ এএম, ০১ জুন ২০১৭

তিন দিনের বর্ষণে হবিগঞ্জ শহরে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে শহরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

টানা বর্ষণের ফলে শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাস ভবন, জেলা পরিষদের সামনের রাস্তা, শায়েস্তানগর, পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ, শায়েস্তানগর হকার্স মার্কেট ও সামনের রাস্তা, শ্যামলি, সিনেমা হল রোড, নিউ মুসলিম কোয়ার্টার, মোহনপুর, হরিপুর, নাতিরাবাদ, আরডিহল সংলগ্ন পুরানমুন্সেফি রোড, ঘাটিয়া বাজার, বাতিরপুর, নোয়াহাটিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

প্রায় সবগুলো ড্রেন পানিতে ভরে রাস্তাগুলো ডুবে যায়। পৌর কর্তৃপক্ষের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই মানুষজন আবর্জনা ফেলে ড্রেন ভরে দেন। আবার কোথাও কোথাও ড্রেন এবং পানি নিষ্কাশনের রাস্তা বেদখল হয়েছে। এ কারণেই মূলত জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।