কুষ্টিয়ায় গ্রামীণফোন এজেন্টের ১০ লাখ টাকা ছিনতাই


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০১ জুন ২০১৭

কুষ্টিয়ার দৌলতপুরে দিনে-দুপুরে গ্রামীণফোন এজেন্টের এক কর্মচারীকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আল্লারদর্গা বাজারে এ ঘটনা ঘটে।

ওই সন্ত্রাসীরা স্থানীয় এমপির ভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর ঘনিষ্ঠজন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, কুষ্টিয়া অঞ্চলে গ্রামীণফোনের ফ্লেক্সিলোড এজেন্ট সুরেকা এন্টারপ্রাইজের তিনজন কর্মী সকালে টাকা আদায় করে ব্যাংকে জমা দেয়ার জন্য কুষ্টিয়াগামী বাসে যাচ্ছিলেন। পথে বাসটি আল্লারদর্গা বাসস্ট্যান্ডে দাঁড়ায়। এ সময় এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী বাসে উঠে গ্রামীণফোন এজেন্টের এক কর্মীকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

ভিকটিমদের একজন মাহবুব হোসেন জানান, ব্যাগে প্রায় ১০ লাখ টাকা ছিল।

তিনি বলেন, ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের লোকজন জড়িত। ঘটনার পর থেকে তাকে আল্লারদর্গা বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছে। সেখান থেকে তাকে বের হতে দেয়া হচ্ছে না। তার এক সহযোগী এ ঘটনায় ছুরিকাহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বাসটি আল্লাদর্গা বাজারে এসে দাঁড়ানোর পর পর কুখ্যাত সন্ত্রাসী একাধিক মামলার আসামি আলী রাজ ও মাসুম বাসে উঠে পড়েন। এ সময় জামাত, ফয়সাল ও মানিকের নেতৃত্বে ১০-১২ জন সশস্ত্র ছিনতাইকারী বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। পরে টাকা ছিনতাইয়ের পর তারা পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, আলী রাজ ও মাসুমসহ ছিনতাইরারীরা কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি রেজাউল হক চৌধুরীর ভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর ঘনিষ্ঠজন। এমপির ভাইয়ের সঙ্গে সখ্যতার সুযোগে তারা এলাকায় ছিনতাই চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছে।

তবে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদারা খান বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। বাসের মধ্যে দুই পক্ষের মধ্যে হাতাহাতির কারণে টাকার ব্যাগটি পড়ে গেলে তা একজন নিয়ে যায়। ওই টাকা উদ্ধারে অফিসার পাঠানো হয়েছে।

সুরেকা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী অজয় সুরেকা বলেন, আমরা আগে ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আল-মামুন সাগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।