বিপদসীমার ১১০ সে.মি. উপরে খোয়াই নদীর পানি


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৫ জুন ২০১৭
ফাইল ছবি

হবিগঞ্জে খোয়াই নদীর পানি আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল রোববার রাত থেকে হঠাৎ বাড়তে থকে। রাত ১১টায় নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদীর উজানে ভারত থেকে নেমে আসা ঢলে রোববার সন্ধ্যা থেকে খোয়াই নদীর পানি বাল্লা সীমান্তে বাংলাদেশ অংশে বাড়তে শুরু করে। রাত ৯টায় জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপরে উঠতে শুরু হয়। রাত ১১টায় ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

ওই পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড বিপদসীমা নির্ধারণ করেছে ৯ মিটার ৫০ সেন্টিমিটার। পানি প্রবাহিত হচ্ছে ১০ মিটার ৬০ সেন্টিমিটারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, নদীর ভারত অংশ থেকে হঠাৎ সন্ধ্যায় পানি বাড়তে শুরু করে। তাই রাতে বাংলাদেশ অংশে নদীর পানি বৃদ্ধি পায়। ভাটিতে নদীর বাঁধ ডুবন্ত। আবার ভাঙাও আছে। তাই তেমন ঝুঁকি আপাতত নেই। বর্তমানে (রাত সোয়া ১১টায়) নদীর পানি স্থির রয়েছে। এখন হাওরে পানি ছড়িয়ে পড়লে কোনো সমস্যা নেই। বরং ভাল। হাওরে এখন ফসল নেই। মাছ ভাল হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।