টেকনাফে আরো ১১ মালয়েশিয়াগামী আটক


প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৩ মে ২০১৫

এবার টেকনাফ উপকূল দিয়ে দেশে ফেরার পথে আরো ১১ মালয়েশিয়াগামী বাংলাদেশিকে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা হলেন, কক্সবাজারের মহেশখালীর কালামারছড়া ইউনুস খালী এলাকার সৈয়দ আহাম্মদের ছেলে মামুন মিয়া (২৬) ও মৃত আবদুল মোন্নাফের ছেলে হেলাল মিয়া (২৭), চকরিয়া শিকদার পাড়ার ঈদমনী ঘোনা এলাকার মৃত আবদুল বাসুর ছেলে নুরুল হোসেন ওরফে ভুট্টো (২৭), চট্টগ্রাম বাঁশখালীর জলদি সক্কিচর এলাকার আবদুস শুকুরের ছেলে আমির রহমান (২৪) ও আবদুল মোন্নাফের ছেলে হায়দার আলী (২৭), আশকারীয়া পাড়া এলাকার জয়নাল উদ্দিনের ছেলে মহিনউদ্দিন (১৭) ও হাবিব উল্লাহর ছেলে জসিম উদ্দিন (২৯), মাদারীপুরের আইনুল কাজীর ছেলে মামুন (২২), কবিরাজপুর এলাকার আবদুর রউফের ছেলে রেজাউল (২৮), শিবচর সিরুউরাইলের রতন মোল্লার ছেলে বাবুল মোল্লা (২৪), সুনামগঞ্জ গৌরারং জাগাইরগাঁও এলাকার খলিলুর রহমান ছেলে শামীম আহাম্মদ (২২)।

বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টেকনাফ বিজিবি। বিজিবির টেকনাফ ৪২ ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বুধবার ভোরে শাহপরীরদ্বীপ বিওপি চৌকির নায়েক কালা প্রু মার্মার নেতৃত্বে জওয়ানরা শাহপরীরদ্বীপ ঘোলারচর এলাকা দিয়ে উপকূলে উঠার সময় ওই ১১ জনকে আটক করে।

আটকদের বরাত দিয়ে তিনি আরো জানান, আনুমানিক মাস দেড়েক আগে দালাল চক্র চট্টগ্রাম ও মহেশখালী হয়ে মালয়েশিয়া পাচারের জন্য তাদেরকে ট্রলারে নিয়ে যায়। প্রায় ৫০ দিন সাগরে ফিশিং বোটে ভাসমান অবস্থায় রাখার পর গত মঙ্গলবার রাতে তাদেরকে শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় নামিয়ে দেয়া হয়।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে টেকনাফ থানায় সপোর্দ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।