বৃদ্ধের গলায় জুতার মালা, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি


প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৬ জুন ২০১৭

ফেনীর সোনাগাজীর নবাবপুরে চাঁদা না পেয়ে ষাটোর্ধ্ব ব্যক্তিকে জুতার মালা পরানোর অভিযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার (জজ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিনকে অব্যাহতি দেয়ার বিষয়টি জানানো হয়।

ষাটোর্ধ্ব আবদুল আউয়ালের অভিযোগ, গত ২৭ মে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরদিন মিথ্যা অভিযোগ তুলে সমাজপতিদের সঙ্গে নিয়ে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে তাকে গ্রাম বাজার ঘোরানো হয়।

এদিকে ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করায় তাকে সভাপতি হওয়ার ২০ দিনের মাথায় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।