ঈদে দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ যাত্রীসেবা দেয়া হবে : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৭ জুন ২০১৭

আসন্ন ঈদুল ফিতরে দক্ষিণাঞ্চলের সব নৌ রুটে সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার সন্ধ্যায় বরগুনা নৌবন্দর পরিদর্শনকালে মন্ত্রী একথা জানান।

এ সময় তিনি বরগুনার সব নৌ রুটে উন্নতমানের লঞ্চ ও যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি খাকদন নদী প্রশস্ত করারও আশ্বাস দেন।

ঈদে দেশের দক্ষিণাঞ্চলের সব রুটের যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পারেন, তা সরেজমিনে পরিদর্শন এবং পরিকল্পনা গ্রহণের জন্যই বরগুনা সফর করেছেন বলে জানান মন্ত্রী।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মোজ্জামেল, বিআইডব্লিটিসি চেয়ারম্যান জ্ঞানরঞ্জন শীল, বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম প্রমুখ।

মো. সাইফুল ইসলাম মিরাজ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।