এ বছরও লঞ্চডুবি ঘটবে না, নৌমন্ত্রীর আশা


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০৮ জুন ২০১৭

গত বছরের মতো এ বছরও লঞ্চডুবি মুক্ত রাখার আশা প্রকাশ করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগে লঞ্চ চালকরা পাল্লা দিয়ে লঞ্চ চালাত। ফলে লঞ্চে লঞ্চে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটত। গত বছর থেকে চালকদের সচেতন করায় তারা পাল্লা দিয়ে না চালানোয় লঞ্চডুবির কোনো ঘটনা ঘটেনি। এ বছরও কোনো লঞ্চডুবির ঘটনা ঘটবে না।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝালকাঠি লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ঝালকাঠির প্রস্তাবিত ইকোপার্ক সম্পর্কে তিনি বলেন, ইকোপার্ক প্রকল্পটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি নির্মাণে পুনঃউদ্যোগ নেয়া হবে এবং একটি সুন্দর ইকোপার্ক তৈরি করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ আইডব্লিউটিএ`র চেয়ারম্যান কমরেড মোজাম্মেল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনিরসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর পূর্বে মন্ত্রী ধানসিঁড়ি ইকোপার্ক প্রকল্প, শেখেরহাট লঞ্চ টার্মিনাল ও ৭ কিলোমিটার গাবখান নদীর তীর পরিদর্শন করেন।

আতিকুর রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।